ঢাকাশনিবার , ২৫ আগস্ট ২০১৮

আজ গৌরীপুরে শুরু হচ্ছে ওল্ড ইজ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট

গৌরীপুর নিউজ
আগস্ট ২৫, ২০১৮ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

কমল সরকার :
ময়মনসিংহের গৌরীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে স্থানীয় ভোরের আলো সংগঠনের উদ্যোগে আজ শনিবার (২৫ আগস্ট) শুরু হতে যাচ্ছে ওল্ড ইজ গোল্ড ফুটবল টুর্নামেন্ট। ওইদিন বিকেল ৪ টায় আবাহনী ক্রীড়া চক্র বনাম বাদার্স ইউনিয়ন এবং বিকেল ৫ টায় উত্তরা একাদশ বনাম কালীপুর একাদশ দলের খেলার মধ্য দিয়ে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হতে যাচ্ছে। ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে এ ফুটবল টুর্নামেন্টে গৌরীপুর পৌরসভার মোট ১০ টি দল অংশগ্রহন করেছে। তারমধ্যে গ্রুপ ‘এ’ তে রয়েছে আবাহনী ক্রীড়া চক্র, ব্রাদার্স ইউনিয়ন, সাংবাদিক একাদশ, ফ্রেন্ডস হাউজ-৯৬, নতুন বাজার এবং গ্রুপ-‘বি’ তে রয়েছে উত্তরা একাদশ, মিতালী ক্রীড়া চক্র, বাস মালিক শ্রমিক একাদশ, মাছুয়াকান্দা যুব সংঘ, কালীপুর এ্যাথলেটিক্স। ২৫ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেলে ৪ টা ও ৫টায় দুটি করে খেলা অনুষ্ঠিত হবে। প্রতিটির টিমের মোট ৪টি খেলা খেলতে হবে। ৪ সেপ্টেম্বর এ গ্রুপ চ্যাম্পিয়ন বনাম বি গ্রুপ রানার্স আপ দলের মধ্যে ১ম সেমিফাইনাল এবং ৫ সেপ্টেম্বর গ্রুপ বি চ্যাম্পিয়ন বনাম এ গ্রুপ রানার্স আপ দলের মধ্যে ২য় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ৭ সেপ্টেম্বর এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। গৌরীপুর পৌরসভার ত্রিশোর্ধ্ব ভোটারগন এ টুর্নামেন্টের খেলায় অংশগ্রহন করতে পারবে। এ ফুটবল খেলাকে কেন্দ্র তরে ইতোমধ্যে গৌরীপুর পৌরসভায় খেলোয়ারদের মাঝে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। টুর্নামেন্টে অংশগ্রহনকারী দলগুলো বর্তমানে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com