ময়মনসিংহশুক্রবার , ৩১ আগস্ট ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

গৌরীপুরে ক্রীড়া সামগ্রী বিতরন করলেন রাবেয়া ইসলাম ডলি

গৌরীপুর নিউজ
আগস্ট ৩১, ২০১৮ ১০:৪২ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুরে স্থানীয় ২৫টি ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর মাঝে বৃহস্পতিবার (৩০ আগস্ট) বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এমপি মনোনয়ন প্রত্যাশী রাবেয়া ইসলাম ডলি। উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিল থেকে ক্রিকেট সেট, ভলিবল, ফুটবল, কেরামবোর্ডসহ নানা ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে ওইদিন। করেছেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি। এসময় উপস্থিত ছিলেন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক, ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা। রাবেয়া ইসলাম ডলি বলেন, ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে ও বর্তমান প্রজন্মকে খেলাধূলায় মনযোগী করতে বর্তমান সরকার খুবই আন্তরিক। তাই ক্রীড়া সামগ্রীর অভাবে যাতে খেলাধূলা বন্ধ না হয়, সেজন্য ক্লাবগুলোর মাঝে সরকারের পক্ষ থেকে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হচ্ছে।

প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

মোবাইলঃ +8801717-785548, +8801518-463033

ইমেইলঃ news.gouripurnews@gmail.com