কমল সরকার :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শালীহর আলগা পাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষ শরীফের (২২) নেতৃত্বে দু’দফায় হামলা চালিয়ে প্রতিবেশী আব্দুল খালেকের (৫০) বাড়ি-ঘরে ভাংচুর লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। হামলায় আহত আব্দুল খালেক বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ২৬ আগস্ট রাত ১০ টার দিকে ১ম দফায় ও পরদিন বেলা ১১ টার দিকে ২য় দফায় হামলা চালিয়ে আব্দুল খালেকের বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট করা হয়। উক্ত হামলার ঘটনায় আব্দুল খালেকের বড় ভাই ডাঃ আব্দুল কদ্দুছ বাদী হয়ে গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
আব্দুল কদ্দুছ জানান উল্লেখিত একই গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে প্রতিবেশী শরীফ গংদের সাথে দীর্ঘদিন ধরে তাদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে ২৬ আগস্ট রাত ১০টার সময় শরীফ গংরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার বাড়ীতে হামলা চালিয়ে ছোট ভাই আব্দুল খালেকের ঘর ভাংচুর করে তারা চলে যায়। খবর পেয়ে ওইদিন রাতেই গৌরীপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে পুলিশকে খবর দেয়ায় ক্ষিপ্ত হয়ে শরীফ গংরা পরদিন বেলা ১১টার সময় ২য় দফায় হামলা চালিয়ে বাড়ী-ঘরে পুনরায় ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। এসময় বাঁধা দেয়ায় আব্দুল খালেককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ওইদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গৌরীপুর থানার এস আই রিপন চন্দ্র সরকার উক্ত হামলা ও ভাংচুরের ঘটনায় মামলা দায়ের করার সত্যতা নিশ্চিত করে জানান ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। মামলার আসামীরা হল- ১। মোঃ শরীফ (২২), সেলিনা বেগম (৩৮), মঞ্জুরুল হক (৩০), সিরাজুল হক (৩৪), আজিজুল হক (৪৫), আবু বক্কর (৪৫) ও অজ্ঞাত ৪ জন।
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
মোবাইলঃ +8801717-785548, +8801518-463033
ইমেইলঃ news.gouripurnews@gmail.com