কমল সরকার :
ত্যাগের মহিমায় সারাদোশের ন্যায় বুধবার (২২ আগস্ট) ময়মনসিংহের গৌরীপুরে পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। যুগ যুগ ধরে এই ঈদ ধর্মপ্রাণ মুসলমানদের ত্যাগের মহিমায় ভাস্বর করে আসছে। পবিত্র এই দিনে পশু কোরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি খুঁজেন মুসলমানরা। এছাড়া ঘরে ঘরে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। ওইদিন সকাল ৯ টায় এ উপজেলায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় স্থানীয় ষ্টেডিয়াম সংলগ্ন পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। এ ঈদের জামাতের ইমামতি করেন বোকাইনগর দাখিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মোঃ রফিকুল ইসলাম। উক্ত ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, পৌর কাউন্সিলর, বিভিন্ন সরকারী কর্মকতা, ব্যবসায়ী, সাংবাদিক, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ এলাকার সর্বস্তরের বিভিন্ন পেশাজীবি লোকজন। নামাজ শেষে দেশের মঙ্গল ও কল্যাণের জন্য মোনাজাত করা হয়।
সকাল সাড়ে ৯ টায় উপজেলার ঈদের জামাত অনুষ্ঠিত হয় পৌর শহরের ইসলামাবাদ সিনিয়র মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে। এতে ইমামতি করেন উপজেলার বড় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোস্তাকিম। এছাড়া বোকাইনগর নিজাম উদ্দিন (রাঃ) আউলিয়া’র দরগা’র ঈদগাহ ময়দান, গৌরীপুর সরকারী কলেজ মসজিদ, দাপুনিয়া কেরামতিয়া মসজিদ, ভালুকা কাদেরিয়া জামে মসজিদ, পাছেরকান্দা জামে মসজিদ, নূরপুর গোলকপুর মাদ্রাসা মাঠসহ বিভিন্ন জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। পরে মসুল্লিরা সকল ভেদাভেদ ভুলে একে অপরের সাথে বুক মিলিয়ে সোহার্দ্য প্রকাশ করে পশু কোরবানীর মধ্য দিয়ে ব্যাপক আনন্দ উদ্দীপনায় দিবসটি পালন করেছেন।
ইমেইলঃ news.gouripurnews@gmail.com