স্টাফ রিপোর্টার :
জমি সংক্রান্ত বিরোধে বউ, শাশুড়ি ও কলেজ ছাত্রী শ্যালিকাকে বেধড়ক পিঠিয়ে আহত করেছে জামাই নূরু বাদশা (৩১)। মঙ্গলবার (২৮ আগস্ট) দুপুর ১টার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার গাভীশিমুল গ্রামে এ ঘটনাটি ঘটে। আহত বউ ললিতা বেগম (২৫), শাশুড়ি আমেনা খাতুন (৪৫) ও শ্যালিকা পলি আক্তার (১৮) কে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আমেনা খাতুন জানান উল্লেখিত গ্রামের প্রতিবেশী আবু তালেবের পুত্র নূর বাদশার সাথে তার মেয়ে ললিতা বেগমকে প্রায় ৭ বছর আগে বিয়ে দেন। তাদের ৪ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই যৌতুক ও শাশুড়ির জমি হাতিয়ে নেয়ার জন্য ললিতার ওপর শারীরিক ও মানসিক অত্যাচর চালিয়ে আসছিল নূর উদ্দিন ও তার পরিবারের লোকজন। শ্বশুড়বাড়ীর নির্যাতন সহ্য করতে না পেরে ললিতা এক বছর ধরে তার পিত্রালয়ে বসবাস করছেন। ঘটনাদিন বাড়ির সামনে তাদের পৈত্রিক জমিতে ধানের চারা রোপন করছিলেন আমেনা খাতুন, ললিতা বেগম ও পলি আক্তার। এসময় নূর বাদশা এবং তার ভাই খেলু বাদশা (৩৫), সালেক বাদশা (২৫), শফিকুল (২২) ও মা ছালেহা লাঠিসোটা নিয়ে তাদেরকে বেধড়ক পিঠিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন তাদেরকে ঘটনাস্থল উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় নুরু বাদশার সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার সংযোগটি বন্ধ পাওয়া যায়।


ইমেইলঃ news.gouripurnews@gmail.com