ঢাকামঙ্গলবার , ২৮ আগস্ট ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

গৌরীপুরে মজুরীর টাকা দিয়ে ১শ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

গৌরীপুর নিউজ
আগস্ট ২৮, ২০১৮ ১০:০৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : “ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ” ঈদের এ আনন্দ দরিদ্রদের মাঝে বিলিয়ে দিতে ধানের চারা রোপনের মজুরীর টাকা দিয়ে অসহায় ও দরিদ্র ১শ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করল স্থানীয় বন্ধুর বাঁধন একতা ছাত্র সংঘ। এ মহৎ কাজটি করেছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের ওই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। ঈদের আগে এলাকায় কৃষকের জমিতে ধানের রোপন করে প্রাপ্ত মজুরী ও স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিদের সহযোগীতায় তারা একটি তহবিল গঠন করেন। সেই তহবিলের টাকা দিয়ে তারা ঈদ সামগ্রী ক্রয় করে ঈদের আগের দিন ২১ আগস্ট মাওহ্ াইউনিয়নের ১১টি গ্রামের ১শ অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে তা বিতরণ করেন। সংগঠনের সভাপতি আজাহারুল করিম জানান তাদের এ স্বেচ্ছাসেবী সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে ২০১৩ ইং সনের ২২ এপ্রিল। এরপর থেকে সংগঠনের সদস্যরা এলাকায় কৃষকের জমির ধান কেটে প্রাপ্ত মজুরী এবং স্থানীয় লোকজনের সহযোগীতায় মানব ও সমাজসেবামূলক বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছেন। প্রতিবছর তারা শীতার্তদের মাঝে কম্বল, ঈদ সামগ্রী বিতরণসহ এলাকায় স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার ও বৃক্ষরোপন কর্মসূচী বাস্তবায়ন করেন। এছাড়া স্থানীয় গুণীজনদের সংবর্ধনা প্রদান ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহনে বিভিন্ন প্রতিযোগীতার আয়োজন করা হয়। যথাযোগ্য মর্যাদায় তারা পালন করেন বিভিন্ন দিবস। এসব কর্মকান্ড পরিচালনা ও বাস্তবায়ন করায় ইতিমধ্যে সংগঠনটির সুনাম এলাকার বাইরেও ছড়িয়ে যাচ্ছে। সমাজ ও মানব সেবায় অবদানের জন্য ২০১৭ সনে স্থানীয় আত্মপ্রত্যয়ী সংগঠন কর্তৃক তারা অ্যাওয়ার্ড লাভ করেন। তিনি জানান সংগঠনের কর্মকর্তা ও সদস্যরা হলেন স্থানীয় শিক্ষার্থী এবং যুবক। তারা হলেন- আজহারুল করিম, উজ্জ্বল মিয়া, সালমান শাহ, জাহাঙ্গীর আলম, আল মামুন, মাহাবুব আলম, উবায়দুল হক, মোঃ সজিব, রাসেল মিয়া, শাহিন মিয়া, মাহবুল হক, মজনু মিয়া, রাসেল মিয়া। সকল সদস্যরাই সংগঠনের প্রতিটি কর্মকান্ডে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহন করে তা বাস্তবায়ন করে থাকেন।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com