ঢাকামঙ্গলবার , ৪ সেপ্টেম্বর ২০১৮

গৌরীপুরের ইউএনও’র বিরুদ্ধে বিভাগীয় কমিশনার বরাবরে অভিযোগ

গৌরীপুর নিউজ
সেপ্টেম্বর ৪, ২০১৮ ৯:৩৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার :
প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির ঘটনায় গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিমের বিরুদ্ধে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত সংবাদের কাটিং সংযুক্ত করে ঘটনা তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ম. নুরুল ইসলাম ৩০ আগস্ট এ অভিযোগ দায়ের করেন। অভিযোগের অনুলিপি প্রেরন করা হয়েছে প্রধানমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, প্রকল্প পরিচালক, জেলা প্রশাসক ও দুর্নীতি দমন কমিশন বরাবরে।

প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

মোবাইলঃ +8801717-785548, +8801518-463033

ইমেইলঃ news.gouripurnews@gmail.com