ময়মনসিংহবুধবার , ১৯ সেপ্টেম্বর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

গৌরীপুরে অপরাধ প্রতিরোধে শিক্ষার্থী-অভিভাবক সচেতনতামূলক কর্মশালা

গৌরীপুর নিউজ
সেপ্টেম্বর ১৯, ২০১৮ ১০:১৯ অপরাহ্ণ
Link Copied!

মুজিবুর রহমান :
ময়মনসিংহের গৌরীপুর থানা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে রামগোপালপুর পিজেকে উচ্চ বিদ্যালয়ে বুধবার (১৯ সেপ্টেম্বর) অপরাধ প্রতিরোধে শিক্ষার্থী-অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন। গৌরীপুর থানার সহযোগিতায় এ কর্মশালার আলোচ্য বিষয় ছিল- মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং, নিরাপদ সড়ক, জঙ্গিবাদ, যৌতুক, নারী ও শিশু নির্যাতন, প্রেম পলায়ন, পারিবারিক সহিংসতা, পরিবেশ সচেতনতা।
রামগোপালপুর পিজেকে উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনির সভাপতিত্বে ও উপজেলা কমিউনিটি পুলিশিং এর যুগ্ম সাধারণ সস্পাদক সাংবাদিক ফারুক আহাম্মদের পরিচালনায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, গৌরীপুর থানার সাব- ইন্সপেক্টর নাইমুল হাসান চৌধুরী, এএসআই মো: মাহফুজুর রহমান, স্থানীয় আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম জিন্নত, শাহ আলম, নবী হোসেন, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সহ-সভাপতি মোঃ মজিবুর রহমান, সদস্য আব্দিল কাদির, স্কুলের শারীরিক শিক্ষক বাহারুল হক বাহার প্রমুখ । এতে স্কুলের শিক্ষার্থী-অভিভাবক ও শিক্ষকবৃন্দ স্বতস্ফূর্তভাবে অংশ গ্রহন করেন।

প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

মোবাইলঃ +8801717-785548, +8801518-463033

ইমেইলঃ news.gouripurnews@gmail.com