আনোয়ার হোসেন শাহীন :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নে সোমবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ডেকুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এনবিআই ডিজিপিএস প্রকল্পের আওতায় উক্ত কাজের চুক্তি মুল্য হচ্ছে ৭৩,৭৩,৬৫৮ টাকা। এটি বাস্তবায়ন করবে এলজিইডি। ময়মনসিংহ সদরের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মঞ্জু এন্টার প্রাইজ এ নির্মাণ কাজ সম্পন্ন করবে। অচিন্তপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড কমিনিউটি পুলিশিং কমিটির সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, সাধারণ সম্পাদক বাবু বিধূ ভূষণ দাস, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, অচিন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, স্কুলের প্রধান শিক্ষক মোঃ ওয়ালীউল্লাহ, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান রফিক, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ, রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মোকাম্মেল হোসেন তালুকদার, যুবলীগ নেতা রাশেদ আলমগীর, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ সোহেল রানা, গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ মুকতাদির খান তুষার প্রমুখ।
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
মোবাইলঃ +8801717-785548, +8801518-463033
ইমেইলঃ news.gouripurnews@gmail.com