ময়মনসিংহশনিবার , ১ সেপ্টেম্বর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

গৌরীপুরে দেলোয়ার হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন

গৌরীপুর নিউজ
সেপ্টেম্বর ১, ২০১৮ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

শাহজাহান কবির :
ময়মনসিংহের গৌরীপুরে মোবারকপুর গ্রামে দেলোয়ার হোসেন (২৫) হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে স্থানীয় শাহগঞ্জ বাজারে শনিবার (১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় এলাকাবাসী মানববন্ধন-বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন। এতে এলাকার শত শত বিক্ষুব্দ জনতা অংশগ্রহন করেন। উল্লেখ্য বুধবার (২৯ আগস্ট) রাতে কুচ ও চোপড়া নিয়ে স্থানীয় ঢালিয়া বিলে মাছ ধরতে বাড়ি থেকে বের হয় দেলোয়ার। পরদিন সকাল ৮টার সময় গৌরীপুর থানার পুলিশ টাংগাটিপাড়া বাবুল মিয়ার ধানের বীজতলা থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহত যুবকের পিতা আব্দুল বারেক বাদী হয়ে নাম উল্লেখসহ ৪ জন ও অজ্ঞাত ৬ জনের নামে গৌরীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্তরা হলেন- টাংগাটিপাড়ার মৃত উসমান গণির ছেলে সবুজ মিয়া (২৮), আব্দুল বারেক (৩২), মৃত আব্দুল হামিদের ছেলে হাবুল মিয়া হাবুল্লাহ (৪৫) ও মৃত শমসের আলী ছেলে মোহাম্মদ আলী (৩৫)। আব্দুল বারেক স্থানীয় লোকজনের বরাত দিয়ে জানান ঘটনারদিন সকালে তাদেরকে লাঠিসোটা নিয়ে ঘটনাস্থলের পাশে ঘুরাঘুরি করতে দেখেছেন। তিনি অভিযোগ করে বলেন উল্লেখিত ব্যক্তিরাই তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। বর্তমানে তারা বাড়ী-ঘরে তালা দিয়ে পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে গৌরীপুর থানার এস আই রিপন চন্দ্র সরকার জানান ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশের পক্ষ থেকে অভিযান অব্যাহত রয়েছে।

প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

মোবাইলঃ +8801717-785548, +8801518-463033

ইমেইলঃ news.gouripurnews@gmail.com