ময়মনসিংহসোমবার , ৩ সেপ্টেম্বর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

গৌরীপুরে ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর ৪র্থ ব্যাচের প্রশিক্ষণ শুরু

গৌরীপুর নিউজ
সেপ্টেম্বর ৩, ২০১৮ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

শাহজাহান কবির :
ময়মনসিংহের গৌরীপুরে সরকারের ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর আওতায় স্থানীয় বেকার যুবক/যুবনারীদের ৪র্থ ব্যাচের মৌলিক প্রশিক্ষণ শনিবার (১ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে। উপজেলা যুব উন্নয়ন অফিস সূত্রে জানা গেছে, ৪র্থ ব্যাচের প্রশিক্ষণার্থীর সংখ্যা ৩২৯ জন। স্থানীয় ৩টি ভ্যানুতে তাদেরকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এর আগে ৩টি ব্যাচের ২ হাজার ৮১২ জনকে তিন ধাপে সফলভাবে প্রশিক্ষণ প্রদান শেষে তাদেরকে প্রশাসনের বিভিন্ন দপ্তরে সংযুক্তি করা হয়েছে। এর মাধ্যমে ড্রপ আউট বাদে ন্যাশনাল সার্ভিস কর্মসূচীতে মোট ৩ হাজার ৩০১ জন স্থানীয় বেকার যুবক/যুবনারী প্রশিক্ষণের সুযোগ পেল। আগামী ১১ নভেম্বর ৪র্থ ব্যাচের প্রশিক্ষণ শেষ হবে এবং ১ ডিসেম্বর সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারীদের বিভিন্ন দপ্তরে সংযুক্তি করা হবে।

প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

মোবাইলঃ +8801717-785548, +8801518-463033

ইমেইলঃ news.gouripurnews@gmail.com