ময়মনসিংহমঙ্গলবার , ১১ সেপ্টেম্বর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

গৌরীপুরে বিএনপি’র নেতা-কর্মীদের সাথে খুররম খানের মতবিনিময়

গৌরীপুর নিউজ
সেপ্টেম্বর ১১, ২০১৮ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র আহবায়ক সাবেক সংসদ সদস্য খুররম খান চৌধুরী মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বিকেলে গৌরীপুর উপজেলার কলতাপাড়া সোয়াদ ফিলিং স্টেশনে স্থানীয় বিএনপি’র নেতা-কর্মীদের সাথে এক মতবিনিময় ও চা-চক্রে মিলিত হন। এসময় তিনি নেতা-কর্মীদের সাথে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। গৌরীপুর উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক (একাংশ) এমপি মনোনয়ন প্রত্যাশী হাফেজ মোঃ আজিজুল হকের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য এসএম দুলাল, ডৌহাখলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি সমর আলী মেম্বার, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাস্বেকদলের নেতা জাহাঙ্গীর আলম, আবুল কালাম, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক নাজমুল হক মন্ডলসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা।

প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

মোবাইলঃ +8801717-785548, +8801518-463033

ইমেইলঃ news.gouripurnews@gmail.com