ঢাকামঙ্গলবার , ৪ সেপ্টেম্বর ২০১৮

গৌরীপুরে বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন আর নেই

গৌরীপুর নিউজ
সেপ্টেম্বর ৪, ২০১৮ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

কমল সরকার :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের ধোপাজাঙ্গালিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন (৬৫) আর নেই। তিনি বার্র্ধক্যজনিত কারনে মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১ টা ২০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না…..রাজেউন)। ওইদিন সন্ধ্যা ৬ টায় নিজ গ্রামে জানাযার নামাজ শেষে মরহুমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ১ ছেলে ও ১ কন্যা রেখে গেছেন। মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল কালাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, ফজলুল হক, রিয়াজুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গৌরীপুর পৌর শাখার সভাপতি মশিউর রহমান কাউসার।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com