কমল সরকার :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নে স্থানীয় ৩৬ জন উপকারভোগীর মাঝে সোলার প্যানেল বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। দুর্যোগ বিভাগের কাবিটা ও টি.আর কর্মসূচীর আওতায় অনুমোদিত তালিকা অনুয়ায়ী বুধবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বঙ্গবন্ধু চত্বর কার্যালয়ে এমপি’র পক্ষে আনুষ্ঠানিকভাবে এ সোলার প্যানেলগুলো বিতরন করেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস, যুগ্ন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র দেওয়ান মাসুদুর রহমান খান সুজন, উপজেলা শ্রমিকলীগের যুগ্ন আহবায়ক আহসান উল্লাহ, উপজেলা মহিলা শ্রমিকলীগের সভাপতি তাছলিমা ইয়াসমিন কলি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকরাম হোসেন খান মামুন, উপজেলা কৃষলীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান রফিক, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ ও রেজাউল করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক মোকাম্মেল হোসেন তালুকদার, গৌরীপুর সরকারি কলেজের সাবেক জিএস মুজিবুর রহমান, যুবলীগ নেতা রাশেদ আলমগীর প্রমুখ। এতে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইমেইলঃ news.gouripurnews@gmail.com