কমল সরকার :
ময়মনসিংহের গৌরীপুরে কলতাপাড়া রউজ বিদ্যানিকেতন ও রউজ স্টাডি সেন্টারের উদ্যোগে মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) জিপিএ-৫ প্রাপ্ত স্থানীয় ৮২ জন কৃতি শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে সংবধর্না দেয়া হয়েছে। এ উপজেলার ডৌহাখালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং রউজ বিদ্যানিকেতন ও স্টাডি সেন্টারের পরিচালক এ. কে.এম আব্দুল্লাহ’র সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা করিম, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ডাঃ মতিউর রহমান, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী হাফেজ মোঃ আজিজুল হক, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট গীতিকার ও সুরকার মিল্টন খন্দকার, বাংলাদেশ শিল্পী কল্যাণ সংস্থার সভাপতি শিল্পী ফিরোজ আহমেদ বাচ্চু প্রমুখ। আলোচনা শেষে ২০১৭ শিক্ষাবর্ষে পিএসসিতে ২৬ জন জিপিএ-৫, জেএসসিতে ৩৯ জন জিপিএ-৫ ও ২০১৮ শিক্ষাবর্ষে এসএসসিতে ১৭ জন জিপিএ-৫সহ ২ জন গোল্ডেন-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
মোবাইলঃ +8801717-785548, +8801518-463033
ইমেইলঃ news.gouripurnews@gmail.com