ঢাকাশুক্রবার , ৭ সেপ্টেম্বর ২০১৮

গৌরীপুরে রবিবার শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ অনুর্ধ-১৭ ফুটবল টুর্নামেন্ট

গৌরীপুর নিউজ
সেপ্টেম্বর ৭, ২০১৮ ৯:৪৫ অপরাহ্ণ
Link Copied!

কমল সরকার :
ময়মনসিংহের গৌরীপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে রবিবার (৯ সেপ্টেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনুর্ধ-১৭ ফুটবল টুর্নামেন্ট। ওইদিন বিকেল ৪টায় ২নং গৌরীপুর ইউনিয়ন বনাম ১০ নং সিধলা ইউনিয়ন ফুটবল দলের ১ম ম্যাচের খেলার মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ জানান, এ উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১১টি ফুটবল টিম এ টুর্নামেন্টের খেলায় অংশগ্রহন করবে। প্রতিটি দলের সার্বিক সহযোগিতায় থাকবেন সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানগন ও পৌরসভার ক্ষেত্রে পৌর মেয়র। নক আউট পদ্ধতিতে উক্ত খেলা পরিচালিত হবে এবং আগামী ১৫ সেপ্টেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি হবে। তিনি বলেন খেলা সুষ্ঠভাবে পরিচালনার লক্ষে মিটিংয়ের মাধ্যমে ইতোমধ্যে একটি উদযাপন কমিটি গঠন করা হয়েছে। ২২ সদস্য বিশিষ্ট এ কমিটিতে বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপিকে উপদেষ্টা হিসেবে নির্বাচিত করা হয়েছে। এছাড়া টুর্নামেন্ট যাচাই-বাচাই, শৃংখলা, আপিল, মিডিয়া ও রেফারী প্যানেল উপ-কমিটি গঠন করা হয়েছে। খেলার নিয়মাবলীর মধ্যে রয়েছে- প্রত্যেকটি দলকে পৃথক পৃথক জার্সি ব্যবহার করতে হবে এবং জার্সি নাম্বার থাকতে হবে। খেলোয়ারদের স্ব স্ব ইউনিয়নের/পৌরসভার বাসিন্দা হতে হবে। বয়স প্রমানের জন্য প্রত্যেক খেলোয়ারকে পরীক্ষার সনদ/ জন্ম সনদ প্রদর্শন করতে হবে। খেলা শুরুর ৩০ মিনিট পূর্বে দলকে মাঠে উপস্থিত থাকতে হবে। যদি নির্ধারিত সময়ের মধ্যে কোন দল মাঠে না আসে তাহলে প্রতিপক্ষ দলকে বিজয়ী ঘোষণা করা হবে। ফাউলমুক্ত খেলার স্বার্থে প্রতি হলুদ কার্ডপ্রাপ্ত দলকে ২০০ টাকা জরিমানা এবং জরিমানার টাকা পরবর্তী খেলায় অংশগ্রহনের পূর্বেই পরিশোধ করতে হবে। লাল কার্ড প্রাপ্ত খেলোয়ার পরবর্তী এক ম্যাচে অংশগ্রহন করতে পারবে না। এছাড়া কোন অভিযোগ থাকলে খেলা পরিচালনা কমিটির নিকট লিখিতভাবে জানাতে হবে। এক্ষেত্রে কমিটির সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হব্যে।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com