শামীম খান :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের সাবেক মেম্বার বুলবুল আহমেদ (৫০) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরন করেন। তিনি এ ইউনিয়নের পাছার গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মৃত মনির উদ্দিনের ছেলে। ওইদিন বিকেল ৪টার দিকে উল্লেখিত ইউনিয়নের সোনাকান্দি নামক স্থানে সিএনজি-অটো রিক্সা মুখোমুখি সংঘর্ষের সৃষ্টি হলে সিএনজি যাত্রী বুলবুল গুরুতর আহত হন। সহনাটি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান সাংবাদিকদের এ বিষয়ে নিশ্চিত করেন। স্থানীয় যুবক রাসেল আহমেদ জানান ঘটনারদিন বিকেলে বুলবুল আহমেদ ময়মনসিংহে যাওয়ার উদ্দেশ্যে সিএনজিযোগে যাত্রা করেছিলেন। এসময় উল্লেখিত পাছার কান্দাপাড়া নামক স্থানে সিএনজির সাথে অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষ ঘটলে তিনি আহত হন। তাকে গুরুতর আহত অবস্থায় ওইদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু ঘটে। বুলবুল আহমেদের মৃত্যুতে তার পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া বিরাজ করছে।


ইমেইলঃ news.gouripurnews@gmail.com