ঢাকারবিবার , ২৩ সেপ্টেম্বর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

গৌরীপুর পাছার উচ্চ বিদ্যালয়ে অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা

গৌরীপুর নিউজ
সেপ্টেম্বর ২৩, ২০১৮ ১০:৩৪ অপরাহ্ণ
Link Copied!

কমল সরকার :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নে পাছার উচ্চ বিদ্যালয়ে গৌরীপুর থানা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে অপরাধ প্রতিরোধে শিক্ষার্থী-অভিভাবকদের নিয়ে রোববার (২৩ সেপ্টেম্বর) এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। সকাল ১১ টা থেকে বেলা ২টা পর্যন্ত চলা এ কর্মশালায় স্কুলের প্রায় ৫শ শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকগণ অংশগ্রহন করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন।


গৌরীপুর উপজেলা কমিউনিটি পুলিশিং এর যুগ্ম সাধারণ সস্পাদক ও সাংবাদিক ফারুক আহাম্মদের সার্বিক পরিচালনায় স্কুলের প্রধান শিক্ষক শাহ আরশাদুল হকের সহযোগিতায় ইভটিজিং, বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস, নিরাপদ সড়ক, জঙ্গিবাদ, নারী নির্যাতন, শিশু নির্যাতন, প্রেম পলায়ন বিভিন্ন বিষয়ে ঘটে যাওয়া প্রামান্য চিত্রের মাধ্যমে এ কর্মশালায় শিক্ষার্থীদেরকে বাস্তব ধারনা দেয়া হয় এবং আলোচনা করা হয়। কর্মশালার সভাপতিত্ব করেন সহনাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মান্নান। এতে উপস্থিত ছিলেন গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সহ সভাপতি মোঃ মজিবুর রহমান, সাংবাদিক আবদুল কাদির প্রমুখ। কর্মশালার শুরুতেই শিক্ষার্থীদের অংশগ্রহনে সাধারণ জ্ঞানের প্রশ্ন-উত্তর পর্ব অনুষ্ঠিত হয়। কর্মশালা শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরন করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com