ঢাকামঙ্গলবার , ১৮ সেপ্টেম্বর ২০১৮

গৌরীপুর রামকৃষ্ণপুরে কৃষকের জলাবদ্ধতা সমস্যা সমাধান করলেন ওসি মামুন

গৌরীপুর নিউজ
সেপ্টেম্বর ১৮, ২০১৮ ১২:১০ পূর্বাহ্ণ
Link Copied!

শামীম খান :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা মাওহা ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে কালভার্টের অভাবে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় প্রায় দু’বছর ধরে অর্ধশতাধিক কৃষকের ফসল পানিতে তলিয়ে গিয়ে বিনষ্ট হচ্ছিল। এক্ষেত্রে পানি প্রবাহের স্থান নিয়ে এলাকায় দুটি পক্ষের মাঝে বিরোধ দেখা দিলে দু’পক্ষই তাদের জমিতে রিং কালভার্ট ও পানি প্রবাহের রাস্তা মাটি দিয়ে ভরাট করে দেয়ায় জলাবদ্ধতা সমস্যা বিরাজ করছিল। অবশেষে রোববার (১৬ সেপ্টেম্বর) গৌরীপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে উভয়পক্ষের উপস্থিতিতে উল্লেখিত সমস্যাটি সমাধান করেছেন। তিনি সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেন।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com