ঢাকাশনিবার , ১৫ সেপ্টেম্বর ২০১৮

জনপ্রিয় গীতিকার জীবন মাহমুদ গৌরীপুরে রহস্যজনকভাবে নিখোঁজ

গৌরীপুর নিউজ
সেপ্টেম্বর ১৫, ২০১৮ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

কমল সরকার ও শামীম খান :
জনপ্রিয় গীতিকার তোফায়েল আলম ওরফে জীবন মাহমুদ (৩৮) তাঁর নিজ এলাকা ময়মনসিংহের গৌরীপুর পৌর শহর থেকে শুক্রবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তাঁর ছোট ভাই আবু রায়হান (২৬) পরদিন সকালে গৌরীপুর থানায় একটি সাধারণ ডায়রী করেছেন (ডায়রী নং-৫৪৪ তাং-১৫/০৯/১৮)। জীবন মাহমুদ গৌরীপুর উপজেলার শালীহর গ্রামের মৃত হাজী মহব্বত আলীর ছেলে। বর্তমানে তিনি গৌরীপুর পৌর শহরে নতুন বাজার এলাকায় পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করছিলেন। শহরের মধ্য বাজার এলাকায় তাঁর আই ফ্যাশন নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
আবু রায়হান জানান তার ভাই জীবন মাহমুদ শুক্রবার রাত আনুমান ১০টার দিকে ট্রেনের টিকিট কাটার উদ্দেশ্যে নতুন বাজারের বাসা থেকে বের হয়। এরপর তিনি আর বাসায় ফিরেননি। বাসা থেকে বের হওয়ার সময় জীবন মাহমুদ তার স্ত্রীকে বলেছিলেন, ঢাকা থেকে আমার একজন গেষ্ট আসবেন, টিকিট কাটা শেষে উনাকে নিয়ে বাসায় এসে একসাথে রাতের খাবার খাবেন। তিনি বলেন রাত ১২ টা পর্যন্ত তার ভাই বাসায় ফিরে না আসায় পরিবারের লোকজন খুঁজাখুঁজি করে কোথাও তাঁর সন্ধান পাননি। এসময় তার মুঠোফোনে বারবার কল করা হলেও তা রিসিভ করেননি। রাত আড়াইটা পর্যন্ত তাঁর ব্যবহৃত ০১৯৫০-৩০৪৩৯১ এ মোবাইল নাম্বারটি খোলা ছিল, এরপর থেকে সংযোগটি বন্ধ রয়েছে। পরদিন শনিবার সকালে এ নিখোঁজের ঘটনায় তিনি গৌরীপুর থানায় সাধারণ ডায়রী করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন তাঁর ভাই জীবন মাহমুদ একজন সহজ সরল প্রকৃতির সামাজিক ব্যক্তি ছিলেন। এলাকায় তিনি এবং তাঁর পরিবারের সদস্যদের সাথে কারো বিরোধ ছিলনা।
এ বিষয়ে জানতে চাইলে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান গীতিকার জীবন মাহমুদ নিখোঁজের ঘটনায় গৌরীপুর থানায় একটি সাধারন ডায়রী হয়েছে। তাঁকে উদ্ধারের জন্য গৌরীপুর থানার পুলিশ ও জেলা গোয়েন্দা সংস্থা জোরালো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com