কমল সরকার :
কেন্দ্রিয় বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. মঈন খানের সাথে রাজধানীর গুলশান তাঁর বাসভবনে শনিবার (২২ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ এক মতবিনিময় সভায় মিলিত হন। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন, গৌরীপুর উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক (একাংশ) এমপি মনোনয়ন প্রত্যাশী হাফেজ মোঃ আজিজুল হক, যুগ্ন আহবায়ক এডভোকেট আব্দুস সোবহান সুলতান, যুগ্ন আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুল ইসলাম খান শহীদ, যুগ্ন আহবায়ক সাবেক ভি.পি ফারুক আহাম্মদ, যুগ্ন আহবায়ক এমএ হান্নান, যুগ্ন আহবায়ক জিল্লুর রহমান, যুগ্ন আহবায়ক বাবুল আহমেদ, গৌরীপুর পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক শাহজাহান কবির হীরা, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাহফূজুর রহমান মাহফূজ, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ সভাপতি তাজুল ইসলাম রাঙ্গা প্রমুখ।
হাফেজ মোঃ আজিজুল হক জানান এ মতবিনিময়কালে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও বিএনপির অভ্যন্তরীণ বিষয় নিয়ে ড. মঈন খানের সাথে দীর্ঘ সময় আলোচনা হয়। পরে তারা রাজধানীর পল্টন এলাকায় বিএনপি’র কেন্দ্রিয় কার্যালয়ে কেন্দ্রিয় বিএনপি’র সিনিয়র যুগ্ন মহাসচিব রহুল কবির রিজভী’র সাথে সাক্ষাত করেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপি’র ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স। উক্ত সাংগঠনিক সফরে গৌরীপুর উপজেলা বিএনপি ও তার অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।


ইমেইলঃ news.gouripurnews@gmail.com