কমল সরকার :
ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমানকে ‘রাজাকার’ বলে কুটুক্তি’র প্রতিবাদ ও সাবেক ছাত্রলীগ নেতা মোহিত উর রহমান শান্তসহ অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছেন। শনিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে গৌরীপুর পৌর শহরে উপজেলা, কলেজ ও পৌর শাখা ছাত্রলীগের যৌথ উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক এসএম জিল্লুর রহমান, সহ সভাপতি আলী আসকর সোহাগ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি, গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুকতাদির খান পাঠান তুষার, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান খান প্রমুখ। সমাবেশে বক্তরা ধর্মমন্ত্রীকে উদ্দেশ্য করে কুটুক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং মোহিত উর রহমান শান্ত, সাব্বির ইউনূছ বাবু ও রাসেল পাঠানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের জোরালো দাবি জানান। উল্লেখ্য ২৮ আগস্ট দুপুরে ময়মনসিংহ শহরের ফিরোজ জাহাঙ্গীর চত্বরে এক মানববন্ধনে নিহত যুবলীগ সদস্য আজাদের স্ত্রী দিলরুবা আক্তার প্রকাশ্যে জনসম্মুখে ধর্মমন্ত্রীকে রাজাকার বলে আখ্যায়িত করে বক্তব্য দেন। এই মর্যাদাহানিকর, কুরুচিপূর্ণ উক্তিগুলো ফেসবুকে ভাইরাল হয়। এ ঘটনায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখার যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন বাদী হয়ে দিলরুবা আক্তারসহ ৯ জনের বিরুদ্ধে মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ১নং আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। অপরদিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩১ জুলাই প্রতিপক্ষের হামলায় নিহত হন মহানগর যুবলীগ সদস্য সাজ্জাদ আজাদ শেখ।
ইমেইলঃ news.gouripurnews@gmail.com