ঢাকাসোমবার , ১০ সেপ্টেম্বর ২০১৮

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল:আজকের খেলায় পৌরসভা ও ডৌহাখলা ইউনিয়ন বিজয়ী

গৌরীপুর নিউজ
সেপ্টেম্বর ১০, ২০১৮ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

কমল সরকার :
ময়মনসিংহের গৌরীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সোমবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ২য় ও ৩য় ম্যাচের খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টর ২য় ম্যাচের এ খেলায় অচিন্তপুর ইউনিয়নের দলকে ২-০ গোলে পরাজিত করে বিজয়ী হয় ডৌহাখলা ইউনিয়নের দল এবং ৩য় ম্যাচে ভাংনামারী ইউনিয়নের দলকে ২-১ গোলে পরাজিত করে বিজয়ী হয় পৌরসভার দল। এর আগেরদিন রোববার বিকেলে উদ্বোধনী ১ম ম্যাচের খেলায় সিধলা ইউনিয়নকে ৪-০ গোলে পরাজিত করে বিজয়ী হয় ২নং গৌরীপুর ইউনিয়নের দল। ১১ সেপ্টেম্বর বিকেল ৩টায় সহনাটি বনাম বোকাইনগর ইউনিয়ন (৪র্থ ম্যাচ) ও বিকেল সাড়ে ৪টায় মইলাকান্দা বনাম রামগোপালপুর ইউনিয়ন (৫ম ম্যাচ), ১২ সেপ্টেম্বর বিকেল ৩টায় মাওহা ইউনিয়ন বনাম ৪র্থ ম্যাচ বিজয়ী ও সাড়ে ৪টায় ২য় ম্যাচ বিজয়ী বনাম ৩য় ম্যাচ বিজয়ী, ১৩ সেপ্টেম্বর বিকেল ৩টায় ১ম সেমিফাইনাল ১ম ম্যাচ বিজয়ী বনাম ৬ষ্ট ম্যাচ বিজয়ী ও সাড়ে ৪টায় ২য় সেমিফাইনাল ৫ম ম্যাচ বিজয়ী বনাম ৭ম ম্যাচ বিজয়ী এবং ১৫ সেপ্টেম্বর বিকেল ৪টায় ১ম সেমিফাইনাল বিজয়ী বনাম ২য় সেমিফাইনাল বিজয়ী দলের সাথে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com