স্টাফ রিপোর্টার :
রাতে খাওয়ার পর গেল নিজ ঘরে ঘুমাতে, সকালে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় মিলল আলাল মিয়া (১৯) নামে স্থানীয় এক যুবকের লাশ। শুক্রবার (৩১ আগস্ট) দিনগত রাতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ফালান্দর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত যুবক ওই গ্রামের হাছু মিয়ার ছেলে। নিহতের মা হালেমা খাতুন জানান ঘটনারদিন রাত ১০টার সময় খাওয়া শেষে তার ছেলে নিজ ঘরে ঘুমাতে যায়। পরদিন সকাল ১০টার সময় ঘরের বাঁশের ধর্নায় গলায় গামছা প্যাঁচানো অবস্থায় তার লাশ ঝুলতে দেখে তিনি পুলিশকে খবর দেন। তিনি জানান তার ছেলে কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ উদ্ধার করা হয়নি। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান জানান, ঘটনাটি নিহত যুবকের মা পুলিশকে জানিয়েছেন। লাশ উদ্ধার করে ময়না তদন্তের মর্গে প্রেরন করা হবে।
ইমেইলঃ news.gouripurnews@gmail.com