স্টাফ রিপোর্টার :
ময়মনসিংহে রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) ফাইনালে ওঠেছে গৌরীপুর উপজেলার দল। বুধবার (১৯ সেপ্টেম্বর) ময়মনসিংহ পৌরসভার দলকে ট্রাইব্রেকারে পরাজিত করে ফাইনাল খেলার গৌরব অর্জন করে গৌরীপুর উপজেলা। বৃহস্পতিবার বিকেল ৩টায় উল্লেখিত স্টেডিয়ামে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এর আগে মঙ্গলবার ঈশ্বরগঞ্জ উপজেলাকে ৩-০ গোলে ও সোমবার নান্দাইল উপজেলাকে ৫-০ গোলে পরাজিত করে বিজয়ী হয় গৌরীপুর উপজেলার ফুটবল দল। গৌরীপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ ফুটবল দলের ম্যানেজার আবুল কালাম আজাদ উক্ত টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন। গৌরীপুর উপজেলা ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন সাঈদ আহমেদ হারুন ও সার্বিক সহযোগিতায় রয়েছেন ক্রীড়া সংস্থার সদস্য আব্দুর রউফ মোস্তাকীম, সদস্য পৌর কাউন্সিলর আব্দুল কাদির প্রমুখ।
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
মোবাইলঃ +8801791-601061, +8801717-785548, +8801518-463033
ইমেইলঃ news.gouripurnews@gmail.com