ঢাকাসোমবার , ১৫ অক্টোবর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

গৌরীপুরে দুর্গোৎসব উপলক্ষ্যে ষষ্ঠী মঙ্গল শোভাযাত্রা

গৌরীপুর নিউজ
অক্টোবর ১৫, ২০১৮ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!

মজিবুর রহমান :
হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষ্যে সোমবার (১৫ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরাম ও পূজা উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে ষষ্ঠী মঙ্গল বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ শোভাযাত্রার মাধ্যমে গৌরীপুরে শারদীয় দুর্গোৎসবের শুভ সূচনা করেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি সাবেক পৌর মেয়র মোঃ শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলালের নেতৃত্বে শোভাযাত্রায় অংশগ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম, গৌরীপুর পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, সাধারণ সম্পাদক বাবু বিধূ ভূষণ দাস, যুগ্ন সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, ইকবাল হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র কর, পৌর কাউন্সিলর মোফাজ্জল হোসেন খান, দিলুয়ারা আক্তার, উপজেলা কমিনিউটি পুলিশিং ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুখ আহাম্মদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি বেগ ফারুক আহাম্মদ, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রইছ উদ্দিন, মশিউর রহমান কাউসার, সাংবাদিক শামীম খান, মইলাকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুশান্ত কুমার রায়সহ বিভিন্ন পূজা মন্ডপ কমিটির লোকজন।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com