মজিবুর রহমান :
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সংগঠনের ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শনিবার (২৭ অক্টোবর) বিকেলে গৌরীপুর প্রেসক্লাব চত্বরে বর্ণাঢ্য র্যালি, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গৌরীপুর উপজেলা শাখার সভাপতি আবুল ফজল মুহম্মদ হীরার সভাপতিত্বে এ উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য দেন, গৌরীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গৌরীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সহ সভাপতি দেওয়ান খসরুজ্জামান খান বাবুল, পৌর শাখার সভাপতি মশিউর রহমান কাউসার, সাধারণ সম্পাদক উজ্জল কুমার চন্দ, উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, ২নং ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক জাদুউল্লাহ, বোকাইনগর ইউনিয়ন শাখার সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক দুলাল মিয়া, ডৌহাখলা ইউনিয়ন শাখার সভাপতি রবিউল ইসলাম, সহ সভাপতি ছিদ্দিকুর রহমান, মাওহা ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, সংগঠনের মহিলা বিষয়ক সম্পাদক ইসমত আরা রানু, সদস্য জান্নাতুল ফেরদৌস, আজাহারুল ইসলাম, জগবন্ধু, বাবুল মিয়া প্রমুখ।
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
মোবাইলঃ +8801717-785548, +8801518-463033
ইমেইলঃ news.gouripurnews@gmail.com