কমল সরকার :
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু’টি আন্তর্জাতিক সম্মাননা পাওয়ায় ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গৌরীপুর উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক রফিক বোকাইনগরীর নেতৃত্বে মঙ্গলবার (২ অক্টোবর) বিকেলে স্থানীয় বঙ্গবন্ধু চত্বর থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে গৌরীপুর পৌর শহরের প্রধান সড়কগুলো পদক্ষিণ করে। উল্লেখ্য রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার পাশাপাশি সংকট সামাল দিতে দূরদর্শী ভূমিকার জন্য ইন্টার প্রেস সার্ভিসের ‘ইন্টারন্যাশনাল এচিভমেন্ট অ্যাওয়ার্ড’ এবং দাতব্য সংগঠন গ্লোবাল হোপ কোয়ালিশনের ‘স্পেশাল রিকগনিশন ফর আউটস্ট্যান্ডিং লিডারশিপ’ সম্মাননা পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিয়ইয়র্কে বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে ভাষণ দেয়ার পর আলাদা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পুরস্কার দুটি তুলে দেয়া হয়। এসময় পুরস্কার দুটি বাংলাদেশের জনগনকে উৎসর্গ করে শেখ হাসিনা বলেছেন, সব দেশেরই নির্যাতিত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো উচিত।
এ উপলক্ষে গৌরীপুরে অনুষ্ঠিত আনন্দ মিছিলে অংশগ্রহন করেন উপজেলা শ্রমিকলীগের যুগ্ন আহবায়ক আহসান উল্লাহ, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ, রেজাউল করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক মোকাম্মেল হক তালুকদার, যুবলীগ নেতা জামাল উদ্দিন, বোকাইনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মদন খান, গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মুকতাদির খান তুষার প্রমুখ।
ইমেইলঃ news.gouripurnews@gmail.com