ময়মনসিংহবুধবার , ৭ নভেম্বর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

ডাঃ মুকতাদির চক্ষু হাসপাতালে দরিদ্রদের বিনামুল্যে চক্ষু অপারেশনের সুযোগ

গৌরীপুর নিউজ
নভেম্বর ৭, ২০১৮ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

মশিউর রহমান কাউসার :
ময়মনসিংহের গৌরীপুরে বোকাইনগর নয়াপাড়ায় ডাঃ মুকতাদির হাসপাতালের ১৫ বছর পূর্তিতে বিনামুল্যে দরিদ্র রোগীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য নাম অন্তর্ভূক্তি চলছে। হাসপাতালের প্রতিষ্ঠাতা বিশিষ্ট চক্ষু চিকিৎসক অধ্যাপক একেএমএ মুকতাদির এর সার্বিক ব্যবস্থাপনায় এ চিকিৎসা সেবা প্রদান করা হবে। বিনামুল্যে চিকিৎসা সেবার মধ্যে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তিতে চোখের ফ্যাকো সার্জারী, সেলাই বিহীন ছানি অপারেশন ও লেন্স সংযোজন।
ডাঃ একেএমএ মুকতাদির সাংবাদিকদের জানান, যাকাতের টাকায় অপারেশনের ব্যয় বহন করা হবে বিধায় এ সুযোগ শুধু গরীব ও অসহায় রোগীদের জন্য প্রযোজ্য। এ লক্ষে ৩০ নভেম্বর পর্যন্ত নাম অন্তর্ভূক্তির শেষ তারিখ নির্ধারন করা হয়েছে।

প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

মোবাইলঃ +8801717-785548, +8801518-463033

ইমেইলঃ news.gouripurnews@gmail.com