মশিউর রহমান কাউসার :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা তফসিল ঘোষনার পর গৌরীপুর পৌর শহরে এ আনন্দ মিছিলটি বের হয়। উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ ও সাধারণ সম্পাদক বাবু বিধু ভূষন দাসের নেতেৃত্বে এ মিছিলে অংশগ্রহন করেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহাম্মদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, ইকবাল হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, তথ্য ও গবেষনণা সম্পাদক এডভোকেট জসীম উদ্দিন আহাম্মদ, কৃষি বিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনসুর আহাম্মদ মিলন, কেন্দ্রিয় যুবলীগের সদস্য আবু কাউছার চৌধুরী রন্টি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন খান, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মোঃ কামাল হোসেন, গৌরীপুর সরকারি কলেজের সাবেক ভি.পি মাহবুবুর রহমান শাহীন, উপজেলা যুবলীগ নেতা আব্দুর রউফ মোস্তাকীম, সাবেক ছাত্রলীগ নেতা প্রদীপ বাগচী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমানসহ আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
এছাড়া উপজেলার সহনাটি ইউনিয়নের পাছার বাজারে ও বোকাইনগর ইউনিয়নের নাহড়া ভুট বাজারে পৃথক ভাবে এ উপলক্ষে আনন্দ মিছিল করেছেন আওয়ামীলীগ এবং তার সহযোগী সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা।
ইমেইলঃ news.gouripurnews@gmail.com