মশিউর রহমান কাউসার :
‘নৌকা যাঁর আমরা তাঁর’ এই মর্মে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদকগণ। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) এ অভিমত জানিয়ে সকল ইউনিয়ন নেতৃবৃন্দের পক্ষে স্থানীয় সাংবাদিকদের প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন ইউনিয়ন আ.লীগের ৬ জন সভাপতি/সাধারণ সম্পাদক।
উক্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামীলীগ একটি একটি সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন। এ সংগঠনে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকাটা স্বাভাবিক। মনোনয়ন প্রত্যাশীগণও নৌকার বিজয় সুনিশ্চিত করনে মাঠে কাজ করে যাচ্ছেন। ময়মনসিংহ-৩ তথা গৌরীপুর আসনে আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাঁকে মনোনয়ন দিবেন, তাঁকে বিজয়ী করার লক্ষে ইউনিয়ন আ.লীগের সভাপতি/সাধারণ সম্পাদকগণ ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, স্থানীয় নেতা-কর্মীদের মাঝে বিভেদ সৃষ্টি ও নেতাকর্মীদের দৃঢ় মনোবলে আঘাত করার হীন উদ্দেশে বর্তমানে বিভ্রান্তিমূলক অপপ্রচার চালানো হচ্ছে যে, ইউনিয়ন আ.লীগের সভাপতি/সাধারণ সম্পাদক জনৈক মনোনয়ন প্রার্থীকে দলীয় মনোনয়ন প্রদানের জন্য জননেত্রী শেখ হাসিনা বরাবরে প্রত্যয়নপত্র প্রেরন করেছেন। এ ধরনের তথ্য সম্পূর্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন উপজেলার সহনাটি ইউনিয়নের আ.লীগের সভাপতি শ্রী রুহি দাস আচার্য্য, বোকাইনগর ইউনিয়নের সভাপতি মো. মোসলেম উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম, অচিন্তপুর ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক, রামগোপালপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভূইয়া ও ২নং গৌরীপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক রুকুনুজ্জামান পল্লব।
ইমেইলঃ news.gouripurnews@gmail.com