আনোয়ার হোসেন শাহীন :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে বিএনপি’র দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা দিলেন উপজেলা বিএনপি’র (একাংশ) ভারপ্রাপ্ত আহবায়ক বিশিষ্ট সমাজসেবক হাফেজ মোঃ আজিজুল হক। সোমবার (১২ নভেম্বর) দুপুরে ডৌহাখলার চুড়ালী গ্রামে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক তিন বারের নির্বাচিত এমপি মরহুম এএফএম নাজমুল হুদার কবর জিয়ারত শেষে স্থানীয় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন।
হাফেজ আজিজুল হক জানান, মঙ্গলবার বিএনপি’র কেন্দ্রিয় কার্যালয় থেকে এমপি পদে তিনি দলীয় মনোনয়ন ফরম ক্রয় করবেন। এসময় তিনি দলীয় মনোনয়ন প্রাপ্তির ক্ষেত্রে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, ময়মনসিংহ-৩ আসনে তাকে দলীয় মনোনয়ন প্রদান করা হলে, এ আসনটি দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উপহার দিবেন। এলক্ষে তিনি সকলের দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য এর আগে হাফেজ আজিজুল হক ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। এসময় তিনি দলীয় কর্মসূচীতে সক্রিয় ভূমিকা রাখেন। দলীয় কর্মকান্ড ছাড়াও এলাকায় সামাজিক কর্মকান্ডে অংশগ্রহনের ফলে স্থানীয় জনগণের নিকট তাঁর একটি বিশেষ গ্রহন যোগ্যতার সৃষ্টি হয়েছে।
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
মোবাইলঃ +8801717-785548, +8801518-463033
ইমেইলঃ news.gouripurnews@gmail.com