গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ২০১৮ সনে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শতভাগ জিপিএ-৫ অর্জন করেছে ময়মনসিংহের গৌরীপুরে দি চাইল্ড ফেয়ার কিন্ডার গার্টেনের শিক্ষার্থীরা। স্কুলের পরিচালক সাংবাদিক আরিফ আহমেদ জানান, চলতি বছর পিইসি পরীক্ষায় এ স্কুল থেকে অংশগ্রহনকারী ১২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। জিপিএ-৫ প্রাপ্তরা হল- পাপিয়া হক মীম, নাবিল শাহরিয়ার, নয়মুল হাসান দিগন্ত, সুমাইয়া আফরিন সুরভী, জাকিয়া সুলতানা মুন্নী, আফরোজা চৌধুরী আশা, মোছা: সুমাইয়া, আফরোজা মনিরা সাদিয়া, জাকারিয়া হোসেন স্বাধীন, ইয়াসিন আরাফাত, মো: আমির হামজা ও শাকুর আহমেদ শুভ। তিনি আরো জানান, ২০১৪ সন স্কুলের শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ গ্রহণ করে সাফল্যের সাথে উত্তীর্ণ হচ্ছে।
ইমেইলঃ news.gouripurnews@gmail.com