মশিউর রহমান কাউসার :
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) নৌকাকে বিজয়ী করতে গৌরীপুরে স্থানীয় অভিযাত্রী ক্লাবের উদ্যোগে দেড় শতাধিক নারী-পুরুষকে বিনামুল্যে ঔষধ বিতরন ও চিকিৎসা সেবা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দিনব্যাপি এ উপজেলার শালীহর আবাসন প্রকল্পের নারী-পুরুষ সদস্যদের এ সেবা প্রদান করা হয়।
এতে স্বেচ্ছাসেবী হিসেবে অংশগ্রহন করেন সংগঠনের আহ্বায়ক কিশোর পাল, যুগ্ন আহবায়ক প্রদীপ কুমার সিং, নেছারুজ্জামান খান পাঠান সফল, শরীফ মিয়া, সদস্য সোহাগ, শামীম, ওমর ফারুক স্বাধীন, শাহীনুর রহমান শাহীন, শাওন, আব্দুল্লাহ আল বাকী, কুশল, কাজী সোহাগ, বিলাস প্রমুখ।
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
মোবাইলঃ +8801717-785548, +8801518-463033
ইমেইলঃ news.gouripurnews@gmail.com