ঢাকাবৃহস্পতিবার , ২০ ডিসেম্বর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

গৌরীপুরে নৌকার নির্বাচনী অফিস ভাংচুর

গৌরীপুর নিউজ
ডিসেম্বর ২০, ২০১৮ ১১:১৭ অপরাহ্ণ
Link Copied!

মশিউর রহমান কাউসার :
ময়মনসিংহ-৩ আসন গৌরীপুর উপজেলায় নৌকার নির্বাচনী অফিস ও একটি চায়ের দোকান ভাংচুরের অভিযোগ ওঠেছে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) রাত ৯ টার দিকে এ উপজেলার ডৌহাখলা ইউনিয়নে সিংজানী গ্রামের রায়গঞ্জ বাজারে এ হামলা-ভাংচুরের ঘটনাটি ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ডৌহাখলা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক রমজান আলী মুক্তি জানান, এ ইউনিয়নের বিএনপি’র সাধারণ সম্পাদক এম হান্নান, বিএনপি নেতা ফজর আলী ও মিন্টুর নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক বিএনপি’র নেতা-কর্মী অস্ত্র-সস্ত্র নিয়ে অতর্কিতে এ হামলা চালায়। এসময় হামলাকারীরা নৌকার নির্বাচনী অফিস, অফিসের চেয়ার, টেবিল ও পাশে অবস্থিত সুমন নামে স্থানীয় এক ব্যক্তির চায়ের দোকান ভাংচুর করে।
এ বিষয়ে জানতে চাইলে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com