মশিউর রহমান কাউসার :
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে মহাজোট মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি’র পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে মঙ্গলবার (২৫ ডিসেম্বর) গৌরীপুরে আসছেন চলচ্চিত্র ও নাট্য তারকারা। ওইদিন বিকেল ৩ টায় স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে এক নির্বাচনী সমাবেশ ও প্রচারণায় অংশ নিবেন আমন্ত্রিত তারকারা। গৌরীপুরে কৃতি সন্তান চলচ্চিত্র অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি তারকাদের এ নির্বাচনী প্রচারণা কর্মসূচীর সার্বিক তত্ত্ববধানে রয়েছেন।
জ্যোতিকা জ্যোতি জানান, এ আসনে নৌকার পক্ষে প্রচারণার জন্য আসছেন, শাকিল খান, রোকেয়া প্রাচী, অরুণা বিশ্বাস, তারিন, সায়মন, আহমেদ রুবেল, আমান রেজা, আসিফ, মাজনুন মিজান, আহকাম উল্লাহসহ আরো আনেকেই।
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
মোবাইলঃ +8801717-785548, +8801518-463033
ইমেইলঃ news.gouripurnews@gmail.com