ঢাকাবুধবার , ২৬ ডিসেম্বর ২০১৮

গৌরীপুরে নৌকায় ভোট চাইলেন ঢাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জিত দাস

গৌরীপুর নিউজ
ডিসেম্বর ২৬, ২০১৮ ১১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মশিউর রহমান কাউসার :
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে নৌকায় ভোট চাইলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি গৌরীপুরের কৃতি সন্তান সঞ্জিত চন্দ্র দাস। এ আসনের মহাজোট মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপিকে বিজয়ী করতে তিনি মঙ্গলবার দিনব্যাপী এলাকায় ভোটারদের সাথে গণসংযোগ ও নৌকায় ভোট প্রার্থনা করেন। এসময় সঙ্গে ছিলেন গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক এসএম জিল্লুর রহমান, সহ সভাপতি নাজিমুল ইসলাম শুভ, সহ সভাপতি আলী আসকর সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বি চৌধুরী রুপু, পৌর ছাত্রলীগের সভাপতি উত্তম সরকার, সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি, গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ মুকতাদির খান তুষারসহ ছাত্রলীগের সর্বস্তরের নেতা-কর্মীরা।

প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

মোবাইলঃ +8801717-785548, +8801518-463033

ইমেইলঃ news.gouripurnews@gmail.com