ময়মনসিংহবৃহস্পতিবার , ২০ ডিসেম্বর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

গৌরীপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সানাউল হক

গৌরীপুর নিউজ
ডিসেম্বর ২০, ২০১৮ ১১:০৮ অপরাহ্ণ
Link Copied!

মশিউর রহমান কাউসার :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন প্যানেল চেয়ারম্যান-১ মো. সানাউল হক। দায়িত্ব পেয়ে তিনি বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) উপজেলা পরিষদ চেয়ারম্যানের চেয়ারে বসেন।
প্রসঙ্গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনয়ন পেতে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে ২৮ নভেম্বর পদত্যাগ করেন আহাম্মদ তায়েবুর রহমান হিরণ। এর পর থেকে পদটি শূন্য হয়। এদিকে মনোনয়ন বঞ্চিত হয়ে দু’কূল হারান হিরণ।
উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম জানান, পদটি শূন্য হওয়ায় উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মো. সানাউল হক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পত্র না আসা পর্যন্ত তিনি কোন আর্থিক বিষয়ে দায়িত্ব পালন করতে পারবেন না। তিনি আরো জানান, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ নির্ধারন নিয়ে ২০১৪ সনে হাই কোর্টে একটি রিট করা হয়েছিল। এ রিটটি খারিজ হওয়ায় এবং রিটের বিরুদ্ধে কেউ আপিল না করায় প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত হন সানাউল হক।

প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

মোবাইলঃ +8801717-785548, +8801518-463033

ইমেইলঃ news.gouripurnews@gmail.com