মশিউর রহমান কাউসার :
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে নৌকাকে বিজয়ী করতে গৌরীপুর উপজেলা যুবলীগের উদ্যোগে বিশাল কর্মী সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বিকেলে স্থানীয় শহীদ হারুন পার্ক ময়দানে এ নির্বাচনী কর্মী সমাবেশ হয়। সমাবেশ শেষে গৌরীপুর পৌর শহরে নৌকার মিছিল পদক্ষিন করে।
উপজেলা যুবলীগের সভাপতি মো. সানাউল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে বক্তব্য দেন, ময়মনসিংহ-৩ আসনের মহাজোট মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, ময়মনসিংহ জেলা যুবলীগের আহবায়ক এডভোকেট আজাহারুল ইসলাম, গৌরীপুর উপজেলা আওয়ামলীগের সভাপতি ডা. হেলাল উদ্দিন আহাম্মদ, সাধারণ সম্পাদক সম্পাদক বিধু ভূষণ দাস, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, কেন্দ্রিয় যুবলীগের সদস্য আবু কাউছার চৌধুরী রন্টি, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহ শওকত ইসলাম লিটন, আখেরুল ইসলাম সোহাগ, সদস্য মঞ্জুরুল কাদের, সুপ্রিয় ধর, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল হাসিম, সাধারণ সম্পাদক মনসুর আহাম্মদ মিলন, গৌরীপুর পৌর সাবেক পৌর মেয়র শফিকুল ইসলাম হবি, কেন্দ্রিয় কৃষকলীগের সদস্য মাহমুদুল হাসান সাতাব, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান হাবিব উল্লাহ হাবিব, উপজেলা যুবলীগ নেতা আব্দুর রউফ মোস্তাকীম, যুবলীগ নেতা আব্দুল কাদির, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক এসএম জিল্লুর রহমান, পৌর ছাত্রলীগের সভাপতি উত্তম সরকার, সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি, গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।
ইমেইলঃ news.gouripurnews@gmail.com