মশিউর রহমান কাউসার : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে আওয়ামী লীগের নির্বাচনী পর্যবেক্ষক সমন্বয় উপ-কমিটির সদস্য পদে দায়িত্ব পেয়েছেন গৌরীপুরের দুই সাবেক ছাত্রনেতা। তাঁরা হলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক মো. মোর্শেদুজ্জামান সেলিম এবং গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক আহবায়ক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ শিল্প ও বানিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য আবু কাউছার চৌধুরী রন্টি।
বাংলাদেশ আওয়ামী লীগের একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষক সমন্বয় উপ-কমিটির আহবায়ক ড. গওহর রিজভী ও সদস্য সচিব ডাঃ দিপু মণি স্বাক্ষরিত এক চিঠিতে তাঁদেরকে এ দায়িত্ব দেয়া হয়েছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে তাঁরা সমন্বয় রক্ষা করবেন। এ পর্যবেক্ষক উপ-কমিটির সদস্যদের সার্বিক সহযোগিতার জন্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে কেন্দ্র থেকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানা গেছে।
প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
মোবাইলঃ +8801717-785548, +8801518-463033
ইমেইলঃ news.gouripurnews@gmail.com