ময়মনসিংহশনিবার , ২২ ডিসেম্বর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ-৩ আসনে নৌকার প্রচারনায় মুক্তিযোদ্ধা ও সন্তানরা

গৌরীপুর নিউজ
ডিসেম্বর ২২, ২০১৮ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে নৌকাকে বিজয়ী করতে মানুষের কাছে ভোট প্রার্থনা ও প্রচারনা চালিয়ে যাচ্ছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ ও তাঁদের সন্তানরা। শনিবার (২২ ডিসেম্বর) দিনব্যাপি গৌরীপুর রেল স্টেশন এলাকাসহ বিভিন্ন স্থানে প্রচারনা চালান তাঁরা।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার মো. আব্দুর রহিম ও ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিনের নেতৃত্বে এতে অংশগ্রহন করেন বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন চিশতী, কালা মিয়া, সিদ্দিকুর রহমান, কলিম উদ্দিন, কাজীমুদ্দিন, প্রদীপ বাবু, আব্দুল মোতালেব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আবুল ফজল মুহম্মদ হীরা, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, পৌর শাখার সভাপতি মশিউর রহমান কাউসার, সাধারণ সম্পাদক উজ্জল চন্দ্র, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মো. কামাল হোসেন, উপজেলা যুবলীগ নেতা আব্দুর রউফ মোস্তাকীম, যুবলীগ নেতা সৈকত, সাবেক ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন শাহীন, মো. খায়রুজ্জমান, প্রদীপ বাগচী, সুপক রঞ্জন উকিল, মুক্তিযোদ্ধার সন্তান আব্দুল হান্নান, আব্দুর রহমান, মতিউর রহমান, জিলানী প্রমুখ।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com