মশিউর রহমান কাউসার : আসন্ন গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী এসএসসি-৯৬ ব্যাচের স্থানীয় ৩ বন্ধু মোফাজ্জল হোসেন খান, দিলুয়ার আক্তার ও কামাল তালুকদার। এর মাঝে গৌরীপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন খান উপজেলা চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে উপজেলা আওয়ামীলীগ বরাবরে সি.ভি জমা দিয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পেতে সি.ভি জমা দিয়েছেন দুইবারের নির্বাচিত সংরক্ষিত মহিলা আসনে পৌর কাউন্সিলর মহিলা আওয়ামীলীগ নেত্রী দিলুয়ারা আক্তার। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়ন পেতে সি.ভি জমা দিয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক কামাল তালুকদার। তাঁরা ৩ জন গৌরীপুরের এসএসসি-৯৬ ব্যাচের সংগঠন ফ্রেন্ডস হাউজের সদস্য।
ইমেইলঃ news.gouripurnews@gmail.com