ঢাকাবৃহস্পতিবার , ২৪ জানুয়ারি ২০১৯

গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজে দৃষ্টিনন্দন গেইট উদ্বোধন করলেন এমপি

গৌরীপুর নিউজ
জানুয়ারি ২৪, ২০১৯ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

মশিউর রহমান কাউসার :
নান্দনিক রূপ পেলো ময়মনসিংহের গৌরীপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মহিলা ডিগ্রী (অনার্স) কলেজের প্রবেশদ্বার। ইতিমধ্যে দৃষ্টিনন্দন এ গেইটির নির্মাণ কাজটি সম্পন্ন হয়। বৃহস্পতিবার (২৪ জানুয়ারী) উক্ত নবনির্মিত গেইটটির উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। এসময় উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক বদর উদ্দিন খান পাঠান, অধ্যক্ষ মো. রহুল আমিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহাম্মদ, সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুযেল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল মুন্নাফ, গৌরীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আব্দুর রহিম, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল হাই খান পাঠান, সাবেক ভি.পি আব্দুল আউয়াল, জাতীয় পার্টির নেতা আব্দুল গফুর, সাবেক ছাত্রলীগ নেতা কামাল হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনিসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com