ময়মনসিংহমঙ্গলবার , ৮ জানুয়ারি ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

তাজুল ইসলাম মন্ত্রী হওয়ায় গৌরীপুরে শোভাযাত্রা-মিষ্টি বিতরণ

গৌরীপুর নিউজ
জানুয়ারি ৮, ২০১৯ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও দৈনিক প্রতিদিনের সংবাদে’র প্রকাশক মোঃ তাজুল ইসলাম স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। আওয়ামীলীগ সরকারের নতুন এই মন্ত্রী দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও গণমাধ্যমের কল্যাণে অগ্রণী ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন ময়মনসিংহের গৌরীপুরের বিশিষ্টজনরা। গত সোমবার সন্ধ্যায় গৌরীপুর পৌর শহরে স্বজন সমাবেশের কার্যালয়ে ‘প্রতিদিনের সংবাদ পাঠক ফোরামে’র উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে বিশিষ্টজনরা এই আশাবাদ ব্যক্ত করেন। এর আগে সোমবার বিকালে মোঃ তাজুল ইসলামের মন্ত্রী হওয়ার খবরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পৌর শহরে আনন্দ শোভাযাত্রা শেষে মিষ্টি বিতরণ করা হয়। পরে প্রতিদিনের সংবাদের গৌরীপুর প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য এইচএম খায়রুল বাসার বলেন “মোঃ তাজুল ইসলাম এলজিআরডি মন্ত্রী হওয়ায় কুমিল্লাবাসীর ন্যায় আমরা গৌরীপুরবাসীও আনন্দিত। নতুন মন্ত্রী মহোদয় নিজ মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত ও গতিশীল করে দেশের পল্লী উন্নয়ন ও গ্রামীণ জনপদের দারিদ্র বিমোচনে উজ্জ্বল ভূমিকা রাখার পাশাপাশি দেশের গণমাধ্যকেও সমৃদ্ধ করবেন আগামী দিনে এটাই আমাদের প্রত্যাশা”।
বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন বলেন, “এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম আওয়ামীলীগের একজন ত্যাগী ও পরীক্ষীত নেতা। আগামী দিনে দলকে সুসংগঠিত করার পাশাপাশি তিনি জননেত্রী শেখ হাসিনা সরকারের ঘোষিত ইশতেহার বাস্তবায়ন করে দেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবেন। দলের কর্মী হিসাবে এটাই প্রত্যাশা”।
বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসন জুয়েল বলেন“ কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মোঃ তাজুল ইসলাম আঞ্চলিক রাজনীতির উজ্জ্বল নক্ষত্র ছিলেন। সরকারের নতুন মন্ত্রীসভার সদস্য হিসাবে তিনি জননেত্রী শেখ হাসিনার দিক-নির্দেশনায় কর্মস্থলে নিজ মেধা-দক্ষতা প্রয়োগ করে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে দেশের প্রতিটি কোণায় কোণায় পৌঁছে দিবেন। আগামী দিনে এটাই আমাদের প্রত্যাশা”।
বিশেষ অতিথি গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম মিন্টু বলেন “মোঃ তাজুল ইসলামকে মন্ত্রী নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আশা রাখি মন্ত্রী মহোদয় বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে আরো তরান্বিত করে দেশকে উন্নত দেশে পরিণত করে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করবেন”।
বিশেষ অতিথি মানবাধিকার কমিশন গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ রইছ উদ্দিন বলেন, “পরিচ্ছন্ন রাজনৈতিক নেতা মোঃ তাজুল ইসলাম শুধু সরকারের একজন মন্ত্রীই নন, মিডিয়াবান্ধব ব্যাক্তিত্ব হিসাবেও তার যথেষ্ঠ পরিচিতি আছে। দেশ ও জনগণের ভাগ্যন্নোয়নে কাজ করার পাশাপাশি তিনি গণমাধ্যমের স্বাধীনতা ও অসহায়, দুস্থ ও মফস্বলে কর্মরত সাংবাদিকদের কল্যাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন”।
আলোচনা সভায় অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন খান, মাওহা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কবির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহসভাপতি আল ফারুক, সাপ্তাহিক রাজগৌরীপুরের উপদেষ্টা সম্পাদক আজম জহিরুল ইসলাম, ইসলামাবাদ সিনিয়র মাদরাসার উপাধ্যক্ষ এমদাদুল হক, অধ্যাপক মোশারফ হোসেন সোহেল, প্রভাষক সেলিম আল রাজ, সহকারি শিক্ষক আমিরুল মোমেনীন, পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল দাস, স্বজন সমাবেশের সহ সাধারণ সম্পাদক মিলন খান, সাংবাদিক জহিরুল হুদা লিটন, ফারুক আহমেদ, আব্দুল কাদির, মোস্তাফিজুর রহমান বোরহান, আব্দুল লতিফ, শাহজাহান কবীর, জামাল উদ্দিন প্রমুখ।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com