ঢাকাবৃহস্পতিবার , ৩ জানুয়ারি ২০১৯

রামগোপালপুরে নির্বাচনের পর নৌকার নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ

গৌরীপুর নিউজ
জানুয়ারি ৩, ২০১৯ ৩:৫৫ অপরাহ্ণ
Link Copied!

মশিউর রহমান কাউসার :
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের রামগোপালপুর বাজারে নির্বাচনের দু’দিন পর নৌকার নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে ওই ক্যাম্পের চেয়ার, টেবিল, বেঞ্চ, দরজা, টিনের বেড়া ও নির্বাচনী পোস্টার পুড়ে যায়। মঙ্গলবার (১ জানুয়ারী) দিনগত রাতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
রামগোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম মাস্টার জানান, উল্লেখিত বাজারে স্থানীয় সাধন চন্দ্রের বাসা সংলগ্ন ওই নির্বাচনী ক্যাম্প থেকে রামগোপালপুর এলাকায় নৌকার প্রচারনা কার্যক্রম চালানো হয়েছিল। নির্বাচনের দু’দিন পর গভীর রাতে এ নির্বাচনী ক্যাম্পটি পরিকল্পিতভাবে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। এসময় তিনি অভিযোগ করে বলেন স্থানীয় জামাত-বিএনপি’র দুস্কৃতিকারীরা এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ অগ্নিসংযোগের ঘটনায় কেউ থানায় অভিযোগ করেননি।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com