ঢাকাসোমবার , ৭ জানুয়ারি ২০১৯

শহীদ সিরাজের নাম ফলকের উপর মাছ বিক্রেতার দোকান উচ্ছেদ

গৌরীপুর নিউজ
জানুয়ারি ৭, ২০১৯ ১০:৩৯ অপরাহ্ণ
Link Copied!

মশিউর রহমান কাউসার :
পত্রিকায় সংবাদ প্রকাশের পর ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে জেলখানা মোড়ে শহীদ সিরাজের নাম ফলকের উপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন। সোমবার (৭ জানুয়ারী) বেলা সাড়ে ১১টায় তিনি স্থানীয় মাছ ব্যবসায়ীর এ অবৈধ দোকান উচ্ছেদ করেন।
স্থানীয় সাংবাদিক আনোয়ার হোসেন শাহীন জানান, মুক্তিযুদ্ধে শহীদ সিরাজের নাম ফলকের উপর চালা উঠিয়ে মাছের ব্যবসা করে আসছিলেন মাছ ব্যবসায়ী ইছাম উদ্দিন। ওই ফলকটির উপর জুতা রেখে তিনি প্রতিদিন দোকানদারী করতেন। স্থানীয় লোকজন উক্ত স্থান থেকে মাছের দোকান অন্যত্র সরিয়ে নেয়ার তাগিদ দিলেও ইছাম আলী তা কর্ণপাত করতেন না। এ ঘটনায় তিনি সোমবার সাপ্তাহিক গৌরীপুর বার্তা পত্রিকায় একটি সংবাদ প্রকাশ করেন।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, সাপ্তাহিক গৌরীপুর বার্তায় প্রকাশিত এ সংবাদটি দৃষ্টিগোচর হওয়ায় তাৎক্ষণিক তিনি ঘটনাস্থলে যান। এসময় উল্লেখিত মাছ ব্যবসায়ীকে তার দোকান সরানোর নির্দেশ দিলে তিনি তা অন্যত্র সরিয়ে নেন।
এদিকে শহীদ সিরাজের নাম ফলক উপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় আব্দুল্লাহ আল মামুনকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
উল্লেখ্য ১৯৭১’র ৩০ নভেম্বর গৌরীপুর ও ঈশ্বরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী গ্রাম পলাশকান্দায় পাক বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন মুজিব বাহিনীর সদস্য সিরাজুল ইসলাম। যুদ্ধ পরবর্তী সময়ে গৌরীপুর পৌর কর্তৃপক্ষ শহীদ সিরাজুল ইসলামের স্মৃতি রক্ষার্থে বোকাইনগরগামী সড়কটির নামাকরন করেন শহীদ সিরাজ সড়ক। স্থানীয় পুরাতন জেলখানা মোড়ে ওই নাম ফলকটি স্থাপন করা হয়।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com