ঢাকাবৃহস্পতিবার , ২১ ফেব্রুয়ারি ২০১৯

গৌরীপুরে আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস পালিত

গৌরীপুর নিউজ
ফেব্রুয়ারি ২১, ২০১৯ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

মশিউর রহমান কাউসার :
ময়মনসিংহের গৌরীপুরে বিস্তারিত কর্মসূচীর মধ্য দিয়ে বৃহস্পতিবার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ দিবসকে কেন্দ্র করে গৌরীপুর উপজেলা প্রশাসন, গৌরীপুর পৌরসভা, গৌরীপুর থানার পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, গৌরীপুর প্রেসক্লাব, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরাম, গৌরীপুর রিপোর্টার্স ক্লাব, গৌরীপুর উপজেলা ব্যবসায়ী ফোরাম, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মসূচী পালন করেছে। গৌরীপুর উপজেলা প্রশাসনের কর্মসূচীর মধ্যে ছিল, শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, প্রভাত ফেরী, চিত্রাংকন প্রতিযোগিতা, জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, আলোচনা সভা, চলচ্চিত্র প্রদর্শনী, শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত, মুক্তিযোদ্ধা কবরস্থান জিয়ারত, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরন অনুষ্ঠান।
দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিমের নেতৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাসের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠন, পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে গৌরীপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে গৌরীপুর থানার পুলিশ, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি মো. শফিকুল ইসলাম মিন্টু ও সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসারের নেতৃত্বে গৌরীপুর প্রেসক্লাব, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি বেগ ফারুক আহাম্মদ ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদের নেতৃত্বে গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরাম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আরিফ আহমেদ ও সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটনের নেতৃত্বে গৌরীপুর রিপোর্টার্স ক্লাব, গৌরীপুর উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি মো. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক তৌহিদুল আমিন তুহিনের নেতৃত্বে গৌরীপুর উপজেলা ব্যবসায়ী ফোরাম।

প্রিয় পাঠক আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর,খবরের পিছনের খবর সরাসরি জানাতে যোগাযোগ করুন। আপনার তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

মোবাইলঃ +8801717-785548, +8801518-463033

ইমেইলঃ news.gouripurnews@gmail.com