স্টাফ রিপোর্টার :
‘সুস্থ সবল জাতি চাই- পুষ্টি সম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই’ এই স্লোগানে শনিবার (২ ফেব্রুয়ারী) ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের উদ্যোগে ওইদিন বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিমের সভাপতিত্বে ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ছায়েদুর রহমানের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, ওসি (তদন্ত) গোলাম মাওলা, উপজেলা খাদ্য শস্য সংগ্রহ কমিটির সভাপতি ইকবাল হোসেন জুয়েল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন, গৌরীপুর প্রেসক্লাবের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, সাবেক সভাপতি কমল সরকার প্রমুখ।
ইমেইলঃ news.gouripurnews@gmail.com