স্টাফ রিপোর্টার :
ময়মনসিংহের গৌরীপুরে শনিবার (৯ ফেব্রুয়ারী) স্থানীয় ৩ টি উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে- অগ্রদূত নিকেতন আদর্শ উচ্চ বিদ্যালয় (৪ তলা বিশিষ্ট ভবন), সিধলা বালিজুড়ী উচ্চ বিদ্যালয় (৪ তলা বিশিষ্ট ভবন) ও পাছার উচ্চ বিদ্যালয় (২য় থেকে ৪র্থ তলা বিশিষ্ট ভবন)।
গৌরীপুর পৌর শহরে অগ্রদূত নিকেতন আদর্শ উচ্চ বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে আলোচনা সভায় বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু বিধূ ভূষণ দাস, স্কুলের প্রধান শিক্ষক ম. নূরুল ইসলাম, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার প্রমুখ।
ইমেইলঃ news.gouripurnews@gmail.com