ঢাকাবুধবার , ২০ ফেব্রুয়ারি ২০১৯

গৌরীপুর উপজেলা ব্যবসায়ী ফোরামের যাত্রা শুরু

গৌরীপুর নিউজ
ফেব্রুয়ারি ২০, ২০১৯ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

কমল সরকার :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ব্যবসায়ী ফোরাম নামে এক নতুন ব্যবসায়ী সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বুধবার (২০ ফেব্রুয়ারী) গৌরীপুর প্রেসক্লাব হল রুমে এ সংগঠনের পরিচিতি অনুষ্ঠান হয়েছে।
সংগঠনের সভাপতি মো. কামাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. তৌহিদুল আমিন তুহিনের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের সহ সভাপতি পৌর কাউন্সিলর আব্দুল কাদির, সদস্য পৌর কাউন্সিলর মোফাজ্জল হোসেন খান, সদস্য গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, সদস্য সাংবাদিক শামীম খান, সহ সাধারণ সম্পাদক শংকর ঘোষ পিলু, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান লিটু, অর্থ বিষয়ক সম্পাদক সৈকত আল আমিন, প্রচার সম্পাদক সুশান্ত চন্দ্র রায়, দপ্তর সম্পাদক নয়ন বিশ্বাস, সম্মানীত সদস্য শ্যামল দাস, শহিদুল ইসলাম মিল্টন, ফিরোজ আলম কিরন, অমল কুমার দাস, সমীরন দেবনাথ, সুপক রঞ্জন উকিল প্রমুখ।
সংগঠনের সভাপতি মো. কামাল হোসেন জানান, এ উপজেলার স্থানীয় ৬২ জন ব্যবসায়ীকে নিয়ে ১ জানুয়ারী উক্ত নতুন ব্যবসায়ী সংগঠনটি গঠন করা হয়েছে।

    ইমেইলঃ news.gouripurnews@gmail.com